ইসলামাবাদের সমাবেশে যোগ দিতে নেতাকর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন ইমরান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৬৪১ বার পড়া হয়েছে
রাজধানী ইসলামাবাদের সমাবেশে যোগ দিতে নেতাকর্মীসহ সাধারণ জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন ইমরান খান। বৃহস্পতিবার লাহোরে এক বিশাল সমাবেশে দেয়া ভাষণে এই আহ্বান জানান সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।
একের পর এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে নিজের দলের অবস্থান ও শক্তি জানান দিচ্ছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ….পিটিআইয়ের প্রধান ইমরান খান। বুধবার রাতে টুইটারে এক ভার্চ্যুয়াল সমাবেশের আয়োজন করেন তিনি। মাত্র কয়েক মিনিটেই ওই টুইটার সমাবেশে রেকর্ড সংখ্যক মানুষ যোগ দেন। বৃহস্পতিবার পিটিআইয়ের বহুল আলোচিত সমাবেশে লাহোরের গ্রেটার ইকবাল পার্কে নারী-পুরুষ, শিশু, বয়োজ্যেষ্ঠসহ হাজারো মানুষ অংশ নেন। তারা স্লোগানে স্লোগানে ইমরান খানের প্রতি সমর্থন জানান। এসময় ‘বিদেশি প্রভুদের’ পাকিস্তানে ছড়ি ঘোরানোর প্রতিবাদ জানানো হয়।



















