গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে : অ্যান্তোনিও গুতেরেস
																
								
							
                                - আপডেট সময় : ০২:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
 - / ১৮৪৯ বার পড়া হয়েছে
 
ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার জেরে শুরু হওয়া যুদ্ধের এক মাস পূর্ণ হলো আজ। ইসরায়েল-ফিলিস্তিন কিংবা আরব বিশ্বে সীমাবদ্ধ না থেকে এ সংঘাতের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে।
বদলে দিচ্ছে রাজনীতি-কূটনীতির নানা হিসাব-নিকাশ। যার ফলশ্রুতিতে একে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যকে বদলে দেয়া একমাস হিসেবে। কী হবে এই সংঘাতের ভবিষ্যৎ, তা নিয়ে বাড়ছে শঙ্কা, চলছে নানা জল্পনা। ঠিক এক মাস আগে ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলার মধ্য দিয়ে গোটা বিশ্বকে নাড়িয়ে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
এদিকে..জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে। একইসঙ্গে ক্রমাগত অবনতি হওয়া পরিস্থিতি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। সোমবার নিউইয়র্কে জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, গাজার দুঃস্বপ্ন মানবিক সংকটের চেয়েও বেশি। এক মাস ধরে চলমান যুদ্ধে গাজায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার পর এমন মন্তব্য করলেন জাতিসংঘের মহাসচিব।
																			
																		















