সাগরে আশানুরূপ ইলিশ না মেলায় হতাশ জেলেরা
- আপডেট সময় : ০২:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
গভীর সমুদ্রে আশানুরূপ ইলিশ না মেলায় হতাশ পটুয়াখালীর জেলেরা। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে যাওয়ার দু’দিনের মাথায় সাগর উত্তাল হওয়ায় নিরাপদ আশ্রয়ে ফিরতে হয়েছে জেলেদের। এতে লোকসানে পড়েছে সামুদ্রিক মাছ শিকারের সঙ্গে জড়িতরা। ওদিকে সরবরাহ কমায় বাজারে বাড়ছে মাছের দাম। তবে মৎস্য বিভাগ বলছে, আগের চেয়ে ইলিশ এবার বেশি পাওয়া যাবে। আবহাওয়া অনূকূলে আসা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ তাদের।
সমুদ্র উত্তাল থাকায় গত মঙ্গলবার বিকেল থেকেই নিরাপদ আশ্রয়ে এসেছে পটুয়াখালীর জেলেরা। সাগরে মিলছে না তেমন মাছের দেখা। দীর্ঘ অবরোধের পরে মাছ না পেলে লোকসানের পড়ছে মুখে পড়ছে মৎস্য পেশা। ৬৫ দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে মাছ শিকারে যাওয়ার পরপরই ফের সমুদ্র উত্তাল হওয়ায় নিরাপদ আশ্রয়ে তীরে ফিরছে মাছ ধরার শত শত ট্রলার।
আলীপুর-মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় জেলে ট্রলার ছাড়াও কক্সবাজার, চট্রগ্রাম, ভোলা, মোংলা, বাশখালিসহ দেশের বিভিন্ন প্রান্তের জেলেরা আশ্রয় নিয়েছে। এসব মৎস্য বন্দরে জেলেদের পদচারণায় মুখর থাকলেও নেই ইলিশের দেখা।
আবহাওয়া ভালো হলে গভীর বঙ্গোপসাগরসহ স্থানীয় নদীতেও মাছের দেখা মিলবে বলে আশা করছে জেলা মৎস্য বিভাগ।
পায়রা সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাসহ বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।