ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র : অ্যান্টনি ব্লিংকেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র। অবশ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র নিজেকে রক্ষা করবে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে এবং ইরান ও তার মিত্ররা এই সংঘাতে যোগ দিতে পারে, এমন আশঙ্কার মধ্যে ব্লিংকেন এই মন্তব্য করলেন। আজ এক প্রতিবেদনে বিভিন্ন আন্তর্জাতিক বার্তাসংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংঘাত চায় না, তবে ইরান বা তার প্রক্সিরা যে কোনও জায়গায় মার্কিন সেনাদের ওপর আক্রমণ করলে ওয়াশিংটন দ্রুত এবং কঠোর পদক্ষেপ নেবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, যুক্তরাষ্ট্র চায় না যুদ্ধ আরও বিস্তৃত হোক।