ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার তেহরানের একটি কেন্দ্রে ভোট দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। টিকে থাকা চার প্রার্থীর একজন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির স্থলাভিষিক্ত হবেন।
তবে জনমত জরিপে এগিয়ে রাখা হচ্ছে ইব্রাহিম রয়িসিকে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের জন্য নিবন্ধন করেছিলেন ৫২৯ জন। এর মধ্যে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন ৭জন।ভোট দেয়ার পর খামেনি বলেন, প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। ভোটের মাধ্যমে নিজের পছন্দের প্রেসিডেন্ট নির্বাচন করতে আহবান জানান তিনি। বলেন, এটি ইরানের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। দুবারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রার্থী হননি বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি। ২০১৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন তিনি।