ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
- / ১৬৩২ বার পড়া হয়েছে
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে। এই কথা স্বীকার করে এটিকে অনিচ্ছাকৃত দুর্ঘটনা বলে দাবি করেছে ইরান।
সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির খবরে বলা হয়, ইরানের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে ঘটনাটি অনিচ্ছাকৃত ভুল। একইসাথে মনুষ্য ত্রুটিতে এমন সংকট তৈরি হয়েছে দাবি করে নিহতদের পরিবার ও সংশ্লিষ্ট দেশসমূহের কাছে ক্ষমাপ্রার্থনা করে তেহরান। এর আগে, কানাডা ও যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়েছে দাবি করলেও অভিযোগ অস্বীকার করে আসছিল তেহরান।