ইয়েমেনে ব্যাপক বিমান অভিযান চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ইয়েমেনের মারিব প্রদেশে ব্যাপক বিমান অভিযান চালাচ্ছে, সৌদি নেতৃত্বাধীন জোট। এ পর্যন্ত হামলায় অন্তত ৯২ জন হুথি বিদ্রোহী নিহত হয়েছে।
সৌদি জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযানে ১৬টি সামরিক যান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় ৯২ জনের বেশি সন্ত্রাসী নিহত এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। জোটের পক্ষ থেকে আরও বলা হয়, গত দুই সপ্তাহ ধরে প্রায়ই মারিবের আশপাশের এলাকায় হামলা চালানো হচ্ছিল। সর্বশেষ হামলা চালানো হয়েছে আল-জুবাহ ও আল-কাস্সারাহ নামরে দুই জেলায়। জাতিসংঘ বলছে, মারিবে সংঘটিত সংঘাতের কারণে গত মাসে বাস্তুচ্যুত হয়েছেন ১০ হাজারের মতো মানুষ। দেশটির সংবাদ মাধ্যম জানায়, কৌশলগত শহর মারিবের নিকটবর্তী দুই জেলায় এ হামলা চালানো হয়।