ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৯৬১ বার পড়া হয়েছে
চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ইয়াবা সেবন করে টর্চার সেলে শিশু ও বৃদ্ধদের পেটাতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার একথা বলেন। তিনি বলেন, মিল্টন সমাদ্দার মাদকসেবী । নিজেই ইয়াবা সেবনের কথা স্বীকার করেছেন। তার টর্চার সেলে অত্যাচারের মাত্রা ছিল অমানবিক। এছাড়া, তার বিরুদ্ধে আরও লোহমর্ষক ঘটনার তথ্য পাওয়া গেছে। তদন্ত চলছে, তদন্ত শেষে আরো তথ্য জানানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকতা। মিল্টনের আশ্রমে থাকা বৃদ্ধ, অনাথ শিশু ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ধরনের সেবা প্রদান করা হবে বলেও জানান হারুণ অর রশীদ।