ইভিএম যাচাইয়ে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ ৫ দল

- আপডেট সময় : ০৭:৩৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫০৩ বার পড়া হয়েছে
কারো আজ্ঞাবহ হয়ে নয়, নিরপেক্ষ থেকেই কমিশন কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইসি ভবনে ইভিএম নিয়ে রাজনৈতিক দলের সাথে সংলাপে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ইভিএম নিয়ে অনাস্থা রয়েছে দুর করার চেষ্টা চলছে। সংলাপে ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হলেও এতে অংশ নেয়নি বিএনপিসহ সমমনা ৫টি দল। ইভিএমের খারাপ দিক উল্লেখ করে বিকল্প কিছু ভাবার আহ্বান জানান সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলের নেতারা।
ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম যাচাইয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় সংলাপে ১৩টি রাজনৈতিক দল আমন্ত্রণ পেলেও সাড়া দেয়নি বিএনপিসহ সমমনা ৫টি দল।
সংলাপে অংশ নেয় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বর্তমানে আলোচিত ইভিএম এর খারাপ দিক উল্লেখ করে তা থেকে বিরত থেকে বিকল্প কিছু ভাবার আহ্বান জানান রাজনৈতিক নেতারা।
ভোট কেন্দ্রীয় পেশী শক্তির ব্যবহাররোধে নির্বাচন কমিশনকে আরো কঠোর হওয়ার দাবি করেন তারা।
আগামী নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি বসবে বলে জানান, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।
আর প্রধান নির্বাচন কমিশনার জানান, কারো আজ্ঞাবহ হয়ে নয় নিরপেক্ষ থেকেই কাজ করছে কমিশন।
ইভিএম নিয়ে সবার মধ্যে অনাস্থা রয়েছে তা দূর করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।