ইভিএম কেনার সিদ্ধান্ত ছাড়াই নির্বাচন কমিশনের বৈঠক শেষ

- আপডেট সময় : ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ইলেকট্রনিক ভোটিং মেশিন.. ইভিএম কেনার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে নির্বাচন কমিশনের সপ্তম সভা। ইসি ভবনে অনুষ্ঠিত সভাটি শেষ পর্যন্ত স্থগিত করা হয়। পরে, কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, ইভিএমের বাজার যাচাইয়ে করা কমিটি আগামী সপ্তাহে রিপোর্ট দেবে।সেই অনুযায়ী নেয়া হবে সিদ্ধান্ত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০’র বেশি আসনে ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকে ইভিএম কেনার জন্য চলছে বাজার যাচাই-বাছাইয়ের কাজ। কিভাবে এবং কোন প্রক্রিয়ায় কেনা হবে এবং প্রকল্পের ব্যয় কত দাঁড়াবে তা নিয়েও চলে জল্পনা কল্পনা।
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে কমিশন। প্রায় দেড় ঘণ্টার আলাপ আলোচনা শেষে কোনো সিদ্ধান্ত ছাড়াই স্থগিত হয়ে যায় সভা।
কমিশনার বলেন, কমিশন থেকে গঠিত কমিটি বাজার দর যাচাই-বাছাই শেষে রিপোর্ট দিলেই কেনার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
আগামী সোমবার একই বিষয়ে আবারো সভায় বসবে ইসি, জানিয়েছেন হুমায়ূন কবীর খোন্দকার।