ইভিএমের বদলে সিসি ক্যামেরায় গুরুত্ব দিতে হবে : সাবেক নির্বাচন কমিশনাররা
- আপডেট সময় : ০৮:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ইসিকে বর্তমান অবস্থায় অটল থাকার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনাররা। একইসঙ্গে ইভিএম না কিনে, সিসি ক্যামেরায় গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে, ইভিএম ও সিসি ক্যামেরা–দুটোর পক্ষেও মত দিয়েছেন অনেকে। ইসির সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অধীনে গেলে ভোটার তালিকা নিয়ে গড়মিল দেখা দিতে পারে বলেও মত দেন সাবেক নির্বাচন কমিশনাররা।
যতোই দিন গড়াচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ ততোই বাড়ছে। তাই রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দিকে হাটছে বর্তমান কমিশন।
প্রস্তুতির অংশ হিসেবে আগামী সংসদ নির্বাচনের নানা বিষয়ে সাবেক সিইসি, নির্বাচন কমিশনার ও উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। বৈঠকে অংশ নেন, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার-কাজী রকিবউদ্দিন আহমদ, কে এম নুরুল হুদা ও বিচারপতি আব্দুর রউফসহ নির্বাচন কমিশনার, কমিশন সচিব ও অতিরিক্ত সচিব মিলিয়ে ১৪ জন।
বৈঠকে গুরুত্ব গাইবান্ধা-৫ উপনির্বাচনে ভোট বন্ধের ইস্যু। উপ নির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, এতে অটল থাকার পরামর্শ দেন সাবেক নির্বাচন কমিশনাররা। ইভিএমে সুক্ষ্ণ কারচুপি ধরা অসম্ভব মন্তব্য করে সাবেক নির্বাচন কমিশনার অপসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনালের এম সাখাওয়াত হোসেন বলেন, ১৫০ আসনের জন্য ইভিএম না কিনে সিসি ক্যামেরায় গুরুত্ব দেয়া উচিৎ।
সাবেক তিন সিইসির বক্তব্যে জাতীয় নির্বাচনে ইভিএম ও সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে ভিন্ন ভিন্ন মত উঠে আসে। মাঠ প্রশাসনকে আস্থায় এনে নির্বাচন পরিচালনার তাগিদ দেন তারা।
তবে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের বিরোধিতা করেন তারা।
মতবিনিময়ে উঠে আসা ইস্যুগুলো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার।
দায়িত্ব নিয়ে এর আগে আরেক দফায় সাবেক সিইসি, নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কাজী হাবিবুল আউয়াল কমিশন।