ইবিতে ছাত্রী নির্যাতনে অন্তরাসহ ৫ জনকে সাময়িক বহিষ্কার
- আপডেট সময় : ০৬:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় অন্তরাসহ ৫ জনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ উচ্চ আদালতের। এই আদেশ শুনে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ফুলপরী।
ইবি আবাসিক হলের শিক্ষার্থী ফুলপরী খাতুনকে পাশবিক ও অমানুষিক নির্যাতনে ছয় শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য দিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দেয়া হয় ২৮ ফেব্রুয়ারী। বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদনেও ভুক্তভোগীকে নির্যাতনের কথা উঠে এসেছে।
বুধবার নির্ধারিত উচ্চ আদালতের বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে রেগিংয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করছেন, যাতে রাজনৈতিক দলের ইমেজও নষ্ট হচ্ছে বলে হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানায়।
আদেশে নির্যাতনকারী ৫ ছাত্রীকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন। পাশাপাশি প্রভোস্টকে প্রত্যাহারের নির্দেশও দেয়া হয়েছে।
নির্যাতিত শিক্ষার্থীর ভয়ভীতিহীনভাবে একাডেমিক কার্যক্রম নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে ভুক্তভোগী ফুলপরি রায়ে অসন্তোষ প্রকাশ করে নির্যাতনকারীদের আজীবন বহিষ্কারের দাবি জানান। বলেন, ক্যাম্পাসে থাকার তাদের কোন যোগ্যতা নেই।
১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয় নবীন ছাত্রী ফুলপরী খাতুনকে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।