ইবিতে আবাসিক হলে ছাত্রী নির্যাতনের তদন্ত চূড়ান্ত
- আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় রেজিস্ট্রার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় কমিটি।
সকালে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মণ্ডল রেজিস্ট্রার কার্যালয়ে ওই প্রতিবেদন জমা দেন। তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করে বলেন, তদন্তের স্বার্থে কোন তথ্য জানানো যাবে না। এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, প্রতিবেদনটি উপাচার্য ও হাইকোর্টে পাঠানো হবে।’ দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয় নবীন এক ছাত্রীকে। ভুক্তভোগী ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ওই ছাত্রীকে মারধর করে তার বিবস্ত্র ভিডিও ধারণ করে রাখেন। লিখিত অভিযোগ জানালে বিষয়টি নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগ পৃথক তদন্ত কমিটি গঠন করে। বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাস ছাড়েন অভিযুক্তরা।