ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনও কোনো হতাহতের খবর জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে ইন্দোনেশিয়ার উত্তর মালাকু প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো জাইলোলো শহর থেকে ১৩৪ কিলোমিটার দূরে। এর ফলে সুনামির সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া ইন্দোনেশিয়ার আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা লোকজনকে সমুদ্র সৈকত থেকে দূরে অবস্থানের জন্য আহ্বান জানিয়েছে। গেল বছর দেশটির মালুকুর পশ্চিমে সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে পালু শহর বিধ্বস্ত হয়। পরে সুনামি আঘাতে চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

























