ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী জাকার্তা ও আশপাশের এলাকায় বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, বন্যায় জাকার্তা এবং জাকার্তার আশপাশের অন্তত ৯০টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।এক কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ অবস্থায় জাকার্তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।এছাড়া অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। প্রায় ২০ হাজার যাত্রী সেখানে আটকা পড়েছেন।