ইনানী সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ইনানী শফির বিল প্রাইমারি স্কুলের পশ্চিম পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সকালে স্থানীয় জেলেরা সাগরে মাছ শিকার করতে গেলে পরিত্যক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের খবর দিলে তারা আমাদের জানায়। এখনও পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি। তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আটক করা হয়েছে। গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হওয়ায় স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তার স্বামী।