০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ১৮০ওয়াট থান্ডার চার্জ টেকনোলজি

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৯:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • / ১৫৬৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবার গ্রাহকদের জন্য মোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয়১৮০ওয়াট থান্ডার চার্জপ্রযুক্তি উন্মোচন করেছে সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে ইনফিনিক্সের বিশেষ কিছু ফ্ল্যাগশিপ ফোনে এবং এই ডিভাইসগুলো এই বছরের শেষেরদিকে বাজারে আসবে যুগান্তকারী এই টেকনোলজির ব্যবহারের ফলে ইনফিনিক্সভক্তরা দ্রুতগতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করবেন এবং ৪৫০০এমএএইচ সক্ষমতার একটি ব্যাটারি % থেকে ৫০% চার্জপ্রাপ্ত হবে মাত্র মিনিটে   

ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, “বিগত বছর ইনফিনিক্সের ১৬০ওয়াট ফাস্টচার্জিং কনসেপ্ট ফোন অবমুক্তের পর এবার ১৮০ওয়াট থান্ডার চার্জ ইন্ডাস্ট্রিতে আরো একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেটি গ্রাহকদের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা দেবে ফাস্টচার্জ প্রযুক্তির মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরো সহজ কার্যকর করতে চায়, যাতে তারা আরো সুবিধাজনক ডিজিটাল লাইফস্টাইল পেতে পারেন।”

ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ১৮০ওয়াট চার্জিং প্রযুক্তি

বিশ্বের সর্ববৃহৎ ব্যাটারি নির্মাতাদের সঙ্গে নিয়ে নতুন ৮সি ব্যাটারি সেল প্রস্তুতের জন্য কাজ করে যাচ্ছে ইনফিনিক্স, যেটি বর্তমানে ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ চার্জিং রেট এররিচার্জেবল লিথিয়াম ব্যাটারি এছাড়া, ১৮০ওয়াট থান্ডার চার্জ সিস্টেমে রয়েছে দুটি ধারাবহিক ৮সিরেটেড ব্যাটারি, তাই চার্জকালীন প্রতিটি ব্যাটারির পাওয়ার কার্যকরী থাকে ৯০ওয়াট করে; ফলে ব্যাটারি অধিক গরম হয় না ব্যাটারির স্থায়িত্ব বাড়ে ১৮০ওয়াট থান্ডার চার্জ ফিচারে আরো আছে স্বয়ংক্রিয় বাইডিরেকশনালপাওয়ার সাপ্লাই প্রযুক্তি, ফলে সাধারণ ডাবল সেল ব্যাটারির চেয়ে নতুন এই টেকনোলজিতে ফোনের ব্যাটারি লাইফ % দীর্ঘ হয়

অধিকন্তু, পাওয়ার সাপ্লাই সার্কিট এরিয়া ৬০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম স্বয়ংক্রিয় বাইডিরেকশনালপাওয়ার সাপ্লাই প্রযুক্তি, এতে সার্কিটের নির্ভুলতা বাড়ে এবং স্থানের অপচয় কম হয় এই প্রযুক্তিতে ডাইনামিক ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে চার্জিং টেকনোলজি কাজ করে তিনটি সমান্তরাল চার্জ ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ সক্ষমতার চার্জ রূপান্তরে সক্ষম, ফলে চার্জিং রূপান্তর ৯৯% কার্যকরিতা পাওয়া সম্ভব হয় এবং ডিভাইসকে অধিক তাপমাত্রা ওভারলোড থেকে নিরাপদ রাখে এটা ইনফিনিক্স এর চার্জিং টেকনোলজির সর্বোচ্চ নিদর্শন    

চার্জ দেবার নিরাপদ একটি উপায়

এছাড়া, স্মার্টফোন, চার্জার এবং চার্জিং ক্যাবলের যেকোনো রকম ক্ষতি এড়াতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে১৮০ওয়াট থান্ডার চার্জপ্রযুক্তির রয়েছে ১১১টি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সিকিউরিটি প্রটেকশন মেকানিজম কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি, যেমনউচ্চ তাপমাত্রা, বর্ধিত ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং অন্যান্য সমস্যা মোকাবিলায় স্মার্টফোনের নিরাপত্তার জন্য দ্রুত কাজ করে এর সিকিউরিটি প্রটেকশন

শক্তিশালী, মানানসই ও সহজে বহনযোগ্য

এই১৮০ওয়াট থান্ডার চার্জটেকনোলজি চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের উন্নত সুল্যশনগুলোর একটি, যেটি মধ্যমদামের স্মার্টফোনের প্রযুক্তিগত বিকাশে ব্র্যান্ডটির অগ্রগামিতা নির্দেশ করেঅসাধারণ চার্জিং স্পিড’, ‘উপযুক্ত তাপমাত্রা বজায়এবং পর্যাপ্ত নিরাপত্তার সন্নিবেশনে১৮০ওয়াট থান্ডার চার্জব্যবহারকারীদের দ্রুত বুদ্ধিবৃত্তিক উপায়ে ডিভাইস চার্জের সুযোগ করে দেয়  

এই প্রযুক্তিতে আরো রয়েছে নতুন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল জিএএন, ফলে ৪০ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা সহ বিভিন্ন পরিবেশে১৮০ওয়াট থান্ডার চার্জটেকনোলজি ধারাবাহিকভাবে কার্যকর থাকে আরো একটি সুবিধা হচ্ছে, একাধিক ফাস্ট চার্জিং প্রটোকলের সঙ্গে চার্জার এডাপ্টার সামঞ্জস্যপূর্ণ এবং গ্রাহক এক ক্যাবলেই মোবাইল, ট্যাবলেট এবং ল্যাপটপ সহ বাজারের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট ফাস্ট চার্জিং নিশ্চিত করতে পারেন

ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট চার্জের জন্য ব্যবহারকারীরা অন্য ম্যানুফেকচারারদের ক্যাবলও ব্যবহার করতে সক্ষম হবেন  ‘১৮০ওয়াট থান্ডার চার্জ রয়েছে দুটি ভিন্ন চার্জিং মুড, এর একটিফিউরিয়াস মুডএবং অপরটিস্ট্যান্ডার্ড মুড বাটনে ক্লিকের মাধ্যমেফিউরিয়াস মুডচালু করা যায়, যেটি ব্যবহারকারীদের ১৮০ওয়াট সুপার চার্জ সক্ষমতা দেয়

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ ফোনে থাকছে ১৮০ওয়াট থান্ডার চার্জ টেকনোলজি

আপডেট সময় : ০৯:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবার গ্রাহকদের জন্য মোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয়১৮০ওয়াট থান্ডার চার্জপ্রযুক্তি উন্মোচন করেছে সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে ইনফিনিক্সের বিশেষ কিছু ফ্ল্যাগশিপ ফোনে এবং এই ডিভাইসগুলো এই বছরের শেষেরদিকে বাজারে আসবে যুগান্তকারী এই টেকনোলজির ব্যবহারের ফলে ইনফিনিক্সভক্তরা দ্রুতগতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করবেন এবং ৪৫০০এমএএইচ সক্ষমতার একটি ব্যাটারি % থেকে ৫০% চার্জপ্রাপ্ত হবে মাত্র মিনিটে   

ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, “বিগত বছর ইনফিনিক্সের ১৬০ওয়াট ফাস্টচার্জিং কনসেপ্ট ফোন অবমুক্তের পর এবার ১৮০ওয়াট থান্ডার চার্জ ইন্ডাস্ট্রিতে আরো একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যেটি গ্রাহকদের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা দেবে ফাস্টচার্জ প্রযুক্তির মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরো সহজ কার্যকর করতে চায়, যাতে তারা আরো সুবিধাজনক ডিজিটাল লাইফস্টাইল পেতে পারেন।”

ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ১৮০ওয়াট চার্জিং প্রযুক্তি

বিশ্বের সর্ববৃহৎ ব্যাটারি নির্মাতাদের সঙ্গে নিয়ে নতুন ৮সি ব্যাটারি সেল প্রস্তুতের জন্য কাজ করে যাচ্ছে ইনফিনিক্স, যেটি বর্তমানে ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ চার্জিং রেট এররিচার্জেবল লিথিয়াম ব্যাটারি এছাড়া, ১৮০ওয়াট থান্ডার চার্জ সিস্টেমে রয়েছে দুটি ধারাবহিক ৮সিরেটেড ব্যাটারি, তাই চার্জকালীন প্রতিটি ব্যাটারির পাওয়ার কার্যকরী থাকে ৯০ওয়াট করে; ফলে ব্যাটারি অধিক গরম হয় না ব্যাটারির স্থায়িত্ব বাড়ে ১৮০ওয়াট থান্ডার চার্জ ফিচারে আরো আছে স্বয়ংক্রিয় বাইডিরেকশনালপাওয়ার সাপ্লাই প্রযুক্তি, ফলে সাধারণ ডাবল সেল ব্যাটারির চেয়ে নতুন এই টেকনোলজিতে ফোনের ব্যাটারি লাইফ % দীর্ঘ হয়

অধিকন্তু, পাওয়ার সাপ্লাই সার্কিট এরিয়া ৬০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম স্বয়ংক্রিয় বাইডিরেকশনালপাওয়ার সাপ্লাই প্রযুক্তি, এতে সার্কিটের নির্ভুলতা বাড়ে এবং স্থানের অপচয় কম হয় এই প্রযুক্তিতে ডাইনামিক ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে চার্জিং টেকনোলজি কাজ করে তিনটি সমান্তরাল চার্জ ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ সক্ষমতার চার্জ রূপান্তরে সক্ষম, ফলে চার্জিং রূপান্তর ৯৯% কার্যকরিতা পাওয়া সম্ভব হয় এবং ডিভাইসকে অধিক তাপমাত্রা ওভারলোড থেকে নিরাপদ রাখে এটা ইনফিনিক্স এর চার্জিং টেকনোলজির সর্বোচ্চ নিদর্শন    

চার্জ দেবার নিরাপদ একটি উপায়

এছাড়া, স্মার্টফোন, চার্জার এবং চার্জিং ক্যাবলের যেকোনো রকম ক্ষতি এড়াতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে১৮০ওয়াট থান্ডার চার্জপ্রযুক্তির রয়েছে ১১১টি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সিকিউরিটি প্রটেকশন মেকানিজম কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি, যেমনউচ্চ তাপমাত্রা, বর্ধিত ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং অন্যান্য সমস্যা মোকাবিলায় স্মার্টফোনের নিরাপত্তার জন্য দ্রুত কাজ করে এর সিকিউরিটি প্রটেকশন

শক্তিশালী, মানানসই ও সহজে বহনযোগ্য

এই১৮০ওয়াট থান্ডার চার্জটেকনোলজি চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের উন্নত সুল্যশনগুলোর একটি, যেটি মধ্যমদামের স্মার্টফোনের প্রযুক্তিগত বিকাশে ব্র্যান্ডটির অগ্রগামিতা নির্দেশ করেঅসাধারণ চার্জিং স্পিড’, ‘উপযুক্ত তাপমাত্রা বজায়এবং পর্যাপ্ত নিরাপত্তার সন্নিবেশনে১৮০ওয়াট থান্ডার চার্জব্যবহারকারীদের দ্রুত বুদ্ধিবৃত্তিক উপায়ে ডিভাইস চার্জের সুযোগ করে দেয়  

এই প্রযুক্তিতে আরো রয়েছে নতুন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল জিএএন, ফলে ৪০ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রা সহ বিভিন্ন পরিবেশে১৮০ওয়াট থান্ডার চার্জটেকনোলজি ধারাবাহিকভাবে কার্যকর থাকে আরো একটি সুবিধা হচ্ছে, একাধিক ফাস্ট চার্জিং প্রটোকলের সঙ্গে চার্জার এডাপ্টার সামঞ্জস্যপূর্ণ এবং গ্রাহক এক ক্যাবলেই মোবাইল, ট্যাবলেট এবং ল্যাপটপ সহ বাজারের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট ফাস্ট চার্জিং নিশ্চিত করতে পারেন

ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট চার্জের জন্য ব্যবহারকারীরা অন্য ম্যানুফেকচারারদের ক্যাবলও ব্যবহার করতে সক্ষম হবেন  ‘১৮০ওয়াট থান্ডার চার্জ রয়েছে দুটি ভিন্ন চার্জিং মুড, এর একটিফিউরিয়াস মুডএবং অপরটিস্ট্যান্ডার্ড মুড বাটনে ক্লিকের মাধ্যমেফিউরিয়াস মুডচালু করা যায়, যেটি ব্যবহারকারীদের ১৮০ওয়াট সুপার চার্জ সক্ষমতা দেয়