দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের প্রস্তাব করায়, বিএনপি নেতাদের মুখে এখন শ্রাবণের কালো মেঘ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশি-বিদেশী সকল ষড়যন্ত্র মোকাবিলা করে পদ্মা সেতু অবশ্যই উদ্বোধন হবে আগামী ২৫ জুন। সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড সম্মেলনে এসব কথা বলেন তারা।
রাজধানীর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে মিরপুরের দারুস সালাম থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা।
আলোচনায় অংশ নিয়ে পদ্মা সেতু ও বাজেট নিয়ে সাম্প্রতিক দেয়া বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন জাহাঙ্গীর কবির নানক। আর শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের মোকবিলা করতে দলের নেতাকর্মীদের আহবান জানান বাহাউদ্দীন নাছিম।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে বেশি টাকার বাজেট প্রস্তাব করায় বিএনপি নেতাদের মুখে এখন শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।
নিরপেক্ষ সরকারের জন্য পাগল আর শিশু খুঁজে আনতে বিএনপি মহাসচিবের প্রতি আহবান জানান তিনি ।
নতুন কমিটিতে দলের দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়নের নির্দেশনা দেন ওবায়দুল কাদের।