ইতিহাসের সাক্ষী হতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
- আপডেট সময় : ০২:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
ইতিহাসের সাক্ষী হতে আজ আবারও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল। মিরপুরে যথারীতি ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
টি-টুয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতে আগেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ করে নিজেদের ছাড়িয়ে যেতে চায় টাইগাররা।
ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে আশার পালে হাওয়া দিচ্ছেন শান্ত-মেহেদি মিরাজরা। রনি তালুকদার-তাওহিদ হৃদয়রাও জ্বলে ওঠার অপেক্ষায়। সঙ্গে সাকিবের অধিনায়কত্ব স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে।
পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশেও। সাকিব-মিরাজের সঙ্গে বাঁ-হাতি নাসুম আহমেদের পরিবর্তে তরুণ তানভিরকে দেখা যেতে পারে। শেষ টি-টুয়েন্টিতে আবারও দেখা যেতে পারে শামীম পাটোয়ারীকে।
এদিকে, সিরিজ হারে নানা সমালোচনার মুখে ইংল্যান্ড। তাই হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া সফরকারীরা। ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে দু’দল।