ইতালিয়ান লিগ ম্যাচে আবারও পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ইতালিয়ান লিগ ম্যাচে আবারও পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। তুরিনের ক্লাবটিকে ২-২ গোলে রুখে দিয়েছে লাৎসিও। ঘরের মাঠে মৌসুমের শেষ হোম ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোলে লিড নেয় জুভেন্টাস।
১০ মিনিটে স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের গোলে এগিয়ে যায় জুভিরা। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোরাতা। ৫১ মিনিটে লাৎসিও আক্রমণ ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন জুভেন্টাসের লেফটব্যাক অ্যালেক্স স্যান্ড্রো। ম্যাচের অতিরিক্ত সময়ে লাৎসিও অধিনায়ক মিলিংকোভিচ সেভিচ স্কোর শিটে নাম তুললে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। ঘরের মাঠে এটি ছিল জুভেন্টাস অধিনায়ক জর্জিও চিলিনির শেষ ম্যাচ। ২০০৪ সালে জুভেন্টাসে যোগ দেন চিলিনি।