ইতালিতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬২৭ জনের
- আপডেট সময় : ০৩:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ইতালিতে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ৬২৭ জনের মৃত্যু হয়েছে । এই নিয়ে দেশটিতে মারা গেলেন চার হাজার ৩২ জন। আর আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ২১ জন। দেশটির উত্তরাঞ্চলীয় লোমবার্দে এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।
গেলো ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী কোভিড-নাইনটিনে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৩২৫ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৭৫ হাজার ৪২৯ জন। আর ১৮০টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মারা গেছেন ১১ হাজার ৩৯৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজারেও বেশি মানুষ। এদিকে, জেনেভায় ডব্লিউএইচও’র সদর দফতর থেকে অনলাইনে এক সংবাদ সম্মেলনে সংস্থারটির প্রধান বলেন করোনায় বয়স্করা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, তবুও তরুণেরা নিরাপদ নন। করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র রাজ্যের মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে কতৃপক্ষ। জনসমাগম সীমিত করতে ক্যাফে, বার ও রেস্টুরেন্ট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। ভাইরাসের বিস্তাররোধে সাধারণ লকডাউন জারি করেছে তিউনিসিয়া।