ইকুয়েডরের একটি কারাগারে বন্দীদের মধ্যে লড়াইয়ে ১২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ইকুয়েডরের একটি কারাগারে দুই দল বন্দীর মধ্যে লড়াইয়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এ ঘটনা ঘটে।
আজুয়ে প্রদেশের রাজধানী চুয়েঞ্চার এল তুরি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ ঘটে। কর্মকর্তারা বলছেন, ইকুয়েডরের কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে ৯ হাজার বেশি বন্দী আছে। এসব কারাগারে মাদক চোরাচালানের মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের রাখা হয়। কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশটির কারাগারে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে সংঘর্ষে শতাধিক বন্দী মারা যায়। সব মিলিয়ে গত বছর কারাগারে সংঘর্ষে ৩২০ জন বন্দী নিহত হয়েছেন।