ইকবালসহ চার আসামীর পাঁচদিনের রিমান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কুরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার আসামীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা- কুমিল্লা সিআইডি’র পরিদর্শক আব্দুল হাকিম আসামীদের সাতদিনের রিমাণ্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্ত আসামীরা হলেন— প্রধান অভিযুক্ত ইকবাল, ইকরাম হোসেন, মাজারের খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ। এর আগে দুপুরে ওই চার আসামীকে আদালতে হাজির করে তদন্ত সংস্থা- সিআইডি।