ইউরোপিয়ান ফুটবলে নিজ নিজ লিগে জিতেছে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ লিগে আজাকসিওকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি আর লা লিগায় গেটাফেকে ১-০ গোলে হারায় রিয়াল।
দুই পক্ষের সমঝোতায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা কমে আসায় এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন লিওনেল মেসি। তবে মাঠে ফিরে গোল পাননি আর্জেন্টাইন তারকা। যদিও এতে বড় জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। ঘরের মাঠে ম্যাচের ২২ মিনিটে একক নৈপুণ্যে দলকে এগিয়ে দেন ফাবিয়েন রুইজ। ১১ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন আশরাফ হাকিমি। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফরাসি জায়ান্টরা। বিরতির পর ৭ মিনিটের ব্যবধান দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে। আর ম্যাচের ৭৩ মিনিটে আজাকসিও’র আত্মঘাতী গোলে বড় জয় নিশ্চিত হয় পিএসজি’র।