ইউরোপা লিগে রাতে আটালান্টার মুখোমুখি হবে লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১৭৬৮ বার পড়া হয়েছে
ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রাতে আটালান্টার মুখোমুখি হবে লিভারপুল। এসি মিলানের প্রতিপক্ষ রোমা।
সদ্য বুন্দেসলিগা জয়ী বায়ার লেভারকুসেন খেলবে ওয়েস্টহামের বিপক্ষে। আর পর্তুগিজ ক্লাব বেনফিকার প্রতিপক্ষ মার্সেই। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। প্রথম লেগে আটালান্টার বিপক্ষে বড় অঘটনের শিকার হয় লিভারপুল। ঘরের মাঠে সহজ প্রতিপক্ষের বিপক্ষে ৩ গোলের বড় ব্যবধানে হারে ইয়্যুর্গান ক্লপের দল। ফলে সেমির টিকিট পেতে এ ম্যাচে কমপক্ষে ৪ গোলের ব্যবধানে জিততে হবে অলরেডদের। তবে সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না লিভারপুলের। নিজেদের শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে তারা। আর ড্র করে বাকি ম্যাচটি। তবে এ ম্যাচে আটালান্টাকে বড় ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করা লিভারপুলের একমাত্র লক্ষ্য।