ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস সংক্রমণের নতুন ঢেউ। এ নিয়ে ‘খুবই উদ্বিগ্ন’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। ইউরোপের বেশ কয়েকটি দেশে কোভিড শনাক্তের উচ্চ হার এবং জরুরি ব্যবস্থা হিসেবে লকডাউনের ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই সতর্কবার্তা। সংক্রমণ রোধে ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
অপর্যাপ্ত টিকাদান এবং অতি সংক্রামক করোনাভাইরানের ডেলটা ধরনের দাপটে বেশি ছড়াচ্ছে বলে মত সংস্থাটির আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগের। আশংকা করছেন, জরুরি ব্যবস্থা নেয়া না হলে আগামী মার্চ নাগাদ ইউরোপেই পাঁচ লাখ মানুষের মৃত্যুর নতুন রেকর্ড হতে পারে। আবারো মাস্ক পরার উপর জোর দেন তিনি। বলেন, এ পদক্ষেপ নেয়া হলে সংক্রমণ রোধে তাৎক্ষণিকভাবে কাজে লাগতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি, টিকা গ্রহণের হার বাড়ানো ও নতুন চিকিৎসা পদ্ধতি কোভিড সংক্রমণ মোকাবিলায় সহায়ক হতে পারে। বিধিনিষেধের প্রতিবাদে ইউরোপের অনেকে দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আংশিক লকডাউন ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত নেদারল্যান্ডসে। একই ধরনের বিক্ষোভ-প্রতিবাদ হচ্ছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও ইতালিতেও।