ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বাড়ল ১৪ আগস্ট পর্যন্ত
- আপডেট সময় : ০২:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ ১৪ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এ নিয়ে পঞ্চমবারের মতো তাদের জামিনের মেয়াদ বাড়লো। শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এম এ আউয়াল আজ এ আদেশ দেন।
আদালতে ড. ইউনূসসহ চারজনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. আব্দুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বরত চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
এসময় ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের অন্য তিন বিবাদী উপস্থিত ছিলেন। এ ছাড়াও কয়েকজন বিদেশি পর্যবেক্ষককেও আদালতে উপস্থিত দেখা যায়।সবশেষ গত ২৩ মে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে স্থায়ী জামিন না দিয়ে ৪ জুলাই পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ায় শ্রম আপিল ট্রাইব্যুনাল।