সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গুলি ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
গেলরাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ঢুকে তাকে এলোপাতিড়া কোপায় দুর্বৃত্তরা। তবে, এর আগে জানালার বাইরে থেকে তাকে লক্ষ করে গুলি করা হলেও তা দুর্বৃত্তদের লক্ষ্য ভেদ করে। চেয়ারম্যান আব্দুর রহিমকে প্রথমে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৈখালী চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের স্ত্রী ইশরাত আলি জানান, রাতে চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে নিজ কক্ষে বসে কাজ করছিলেন। ৭/৮ টি মোটরসাইকেল যোগে ১০/১২ জন সন্ত্রাসী বোরখা পরে ঘটনাস্থলে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি করে। এ সময় গুলি চেয়ারম্যানের মাথার একপাশে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়।