ইউক্রেন সফরে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন এরদোগান

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইউক্রেন সফরে গিয়ে একটি ড্রোন চুক্তি করার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নিরসনে বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।
ড্রোন চুক্তির মাধ্যমে এখন তুরস্কের তৈরি বায়রাকতার টিবি-২ ড্রোন ইউক্রেনে উৎপাদন করা হবে। এই ড্রোনটি আগে থেকেই ইউক্রেনের কাছে বিক্রি করে আসছে তুরস্ক। এগুলো তুরস্ক তাদের নিজ দেশে তৈরি করে ইউক্রেনে পাঠাত। এখন তুরস্ক ইউক্রেনের মাটিতে ড্রোন তৈরির একটি কারখানা স্থাপন করবে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন তুরস্ক। কারণ যুদ্ধ লেগে গেলে ভেস্তে যেতে পারে তুরস্কের ড্রোন বিক্রির চুক্তিটি।