ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপের তাগিদ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৪১:২০ অপরাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে সাধারণ মানুষের ভোগান্তির কথা তুলে ধরে দ্রুত ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে, কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। এসময় করোনা ও যুদ্ধ পরবর্তী বৈশ্বিক মন্দার মাঝেও বাংলাদেশের দৃশ্যমান অগ্রগতিতে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ভূয়শী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক শেষে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
কাতারের রাজধানী দোহায় চলছে ৫ দিন ব্যাপি ৫ম এলডিসি সম্মেলন। দারিদ্রতা, অসমতা, জয়বায়ু ঝুঁকি, বানিজ্য, অভিবাসন, বৈদেশিক ঋণসহ আগামীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পন্নোত দেশের জন্য করণীয় ঠিক করতেই নেতাদের এই বৈঠক
এমন বাস্তবতায় শনিবার কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বিশ্বব্যাপী সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠকের বিস্তারিত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য অনুকরণীয় দৃষ্ট্রান্ত বলে মন্তব্য করেন জাতিসংঘ মহাসচিব।
পরে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেও যুদ্ধ পরবর্তী বৈশ্বিক সংকটের মাঝেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিকে বিস্ময়কর বলে মন্তব্য করেন সাবা করোসি।