ইউক্রেন ইস্যুতে উত্তেজনা হ্রাসে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ইউক্রেন ইস্যুতে উত্তেজনা হ্রাসে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। গতকাল সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
জেনেভার বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কার প্রেক্ষিতে অ্যান্টনি ব্লিঙ্কেন আবারও সতর্কবার্তা উচ্চারণ করেছেন। হামলা চালালে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে পাল্টা–আক্রমণ চালাবে বলে মন্তব্য করেন তিনি। এ বৈঠকের পর সের্গেই লাভরভ বলেন, নিরাপত্তাসংক্রান্ত মস্কোর দাবি ওয়াশিংটন উপেক্ষা করলে চড়া মূল্য দিতে হবে।