ইউক্রেনে হামলার বিষয়ে আগের অবস্থানে অনড় আছেন পুতিন
- আপডেট সময় : ০২:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ইউক্রেনে হামলার বিষয়ে আগের অবস্থানে অনড় আছেন বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া।
ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের মুখোমুখি রাশিয়া। এ নিয়ে দুই পক্ষই সীমান্তে বাড়াচ্ছে সামরিক শক্তি। দফায় দফায় আলোচনায় বসছে নানা পক্ষ। সাবেক সোভিয়েত দেশ ইউক্রেনকে ন্যাটো থেকে চিরতরে বহিষ্কার করারও দাবি জানিয়ে আসছে রাশিয়া।
চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোর প্রধান দাবি প্রত্যাখ্যান করায় আগের অবস্থানে অনড় আছেন বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে আলাপকালে পুতিন বলেন, ওয়াশিংটন ও ন্যাটোর কার্যক্রম পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি।
এদিকে পুতিন-ম্যাক্রোঁ ফোনালাপের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। পরিস্থিতি মোকাবেলায় পূর্ব ইউরোপে ন্যাটোর উপস্থিতি শক্তিশালী করতে আরও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। পশ্চিম ইউরোপে এরই মধ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
এমন পরিস্থিতিতে আতঙ্ক সৃষ্টি না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান তিনি।
এদিকে ইউক্রেনকে তার ন্যাটো মিত্রদের থেকে বিভাজিত করতে ক্রেমলিনের সবচেয়ে বড় অস্ত্র কী হতে পারে তা নিয়ে চলছে আলোচনা। বিশ্লেষকদের ধারণা প্রাকৃতিক গ্যাসকেই এক্ষেত্রে বড় অস্ত্র বানাতে পারে মস্কো।
রাশিয়া তাদের গ্যাস সরবরাহ ইউরোপে বন্ধ করে দিলে বিপাকে পড়বে গোটা মহাদেশ। রাশিয়ার গ্যাসলাইন ইউক্রেনের ওপর দিয়েই ইউরোপে গেছে। ফলে জ্বালানির উৎস নিয়ে গোটা মহাদেশেই তৈরি হয়েছে এক ধরনের চাপা আতঙ্ক।