ইউক্রেনে হামলার পরিকল্পনা তাদের নেই : রাশিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬২১ বার পড়া হয়েছে
ইউক্রেনে পূর্ণ মাত্রায় অভিযান চালাতে প্রয়োজনীয় সামরিক সক্ষমতার ৭০ শতাংশই রাশিয়া প্রস্তুত রেখেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের শেষ নাগাদ আরও ভারী সরঞ্জাম মোতায়েন করবে দেশটি।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অভিযানে ৫০ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হতে পারে। তারা আরও আভাস দিয়েছেন, হামলা হলে কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন ঘটবে। দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে লাখো মানুষ। এতে ইউরোপে শরণার্থী সংকট হবে। তবে রাশিয়া বলেছে, ইউক্রেনে হামলার পরিকল্পনা তাদের নেই। মহড়া চালানোর জন্যই সেনা সমাবেশ করেছে তারা।


























