ইউক্রেনে যুদ্ধ বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন এলাকায়

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ইউক্রেনে যুদ্ধ বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন এলাকায়। ফলে বাড়ছে খাদ্য সংকট এবং মানবিক সহায়তার চাহিদা। এদিকে, রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলো পুনরায় দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেন।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে—ইউক্রেনে মানবিক সহায়তার চাহিদা ক্রমেই বাড়ছে। আর, এ চাহিদা ছড়িয়ে পড়ছে ইউক্রেনজুড়ে। জাতিসংঘের প্রতিষ্ঠান বিশ্ব খাদ্য কর্মসূচি….ডব্লিউএফপি বলছে, ইউক্রেনে খাদ্য সরবরাহ হ্রাস পেয়েছে। খাবার জোগাড় করাও কষ্টকর হয়ে পড়ছে।
গেলো ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনারা আক্রমণ শুরুর পর স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো কিয়েভ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করল ইউক্রেন।রুশ বাহিনী ইউক্রেনের পূর্ব দিকে যুদ্ধের জন্য পুনরায় সংগঠিত হচ্ছে। তবে, কিয়েভের আশাপাশের এলাকায় ইউক্রেনের উত্তরাঞ্চলে ধ্বংস হওয়া রাশিয়ান ট্যাংক পড়ে থাকতে দেখা গেছে।