ইউক্রেনে আক্রমণ না করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ০২:০৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
ইউক্রেনে আক্রমণ না করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভার্চুয়াল বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনকে এ আহ্বান জানান। এ ধরনের উদ্যোগ নেয়া হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারী দেন বাইডেন।
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উত্তেজনা তুঙ্গে। এর মাঝেই, দুই ঘণ্টা ভিডিও কলে সংযুক্ত হয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের সেনা কার্যক্রম বাড়ালে শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইউরোপীয় মিত্ররাও রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে। গেলো মাস থেকেই, সীমান্তে লাখের কাছাকাছি সেনা মোতায়েন করেছে রাশিয়া- এমন অভিযোগ ইউক্রেনের। অন্যদিকে ক্রেমলিন বলছে, পুতিন এই সব হুঁশিয়ারিতে বিশেষ চিন্তিত হননি। ইউক্রেন সরকারের আশঙ্কা, আগামী বছরের মধ্যেই তাদের উপরে হামলা চালিয়ে গোটা দেশ দখল করে নেবে মস্কো। সেই পরিস্থিতিতে ওয়াশিংটন কোনো সামরিক পদক্ষেপ নিবে, নাকি শুধু আর্থিক নিষেধাজ্ঞা জারি করেই থেমে থাকবে, তা স্পষ্ট হয়নি বাইডেনের কথাতেও।
















