ইউক্রেনসহ প্রতিবেশী দেশগুলোর ওপর রাশিয়ার আগ্রাসন সহ্য করা হবে না : ন্যাটো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
ইউক্রেনসহ প্রতিবেশী দেশগুলোর ওপর রাশিয়ার আগ্রাসন বেশিদিন সহ্য করা হবে না বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার সংস্থাটির মহাসচিব এবং ইইউ নেতারা রাশিয়াকে রাজনৈতিক কৌশল নিয়ে সতর্ক করেন।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলজের সঙ্গে বৈঠক করেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। পরে, যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার যে কোনো আগ্রাসন প্রতিহতের ঘোষণা দিয়ে ন্যাটো মহাসচিব বলেন, ইউক্রেনে হামলা চালালে পুতিন প্রশাসনকে চরম মূল্য দিতে হবে। ন্যাটো জেনারেল সেক্রেটারী জেমন্স স্টলটেনবার্গ বলেন, রাশিয়া যদি ইউক্রেনে তার দখলদারিসুলভ অনৈতিক শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, তাহলে দেশটিকে অবশ্যই একদিন চড়া মূল্য দিতে হবে।


























