ইউএনও ওয়াহিদা’র অবস্থা আগের থেকে ভালো : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
জ্ঞান ফিরেছে ইউএনও ওয়াহিদা খানমের। তার অবস্থা আগের থেকে ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে নিউরো সায়েন্স হাসপাতালে ওয়াহিদার সঙ্গে কথা বলে তিনি জানান, আপাতত তাঁকে বিদেশে নেয়ার প্রয়োজন নেই। চিকিৎসা বোর্ডের প্রধান- অধ্যাপক ডা. জাহেদ হোসেন বলেছেন, অবশ ডান পাশের উন্নতি হতে সময় লাগবে।
রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।
সকালে তাকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওয়াহিদা খানমের অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে, জানান তিনি।
নিউরোট্রমা বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহেদ হোসেন ওয়াহিদা খানমের স্বাস্থ্যের বিস্তারিত তুলে ধরেন। তবে, তার ডান পাশ সচল হতে সময় লাগবে।
গেল বুধবার গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন দিনাজপুরের ঘোড়াঘাটা উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। পরদিন সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতিতে ওয়াহিদাকে নিয়ে আসা হয় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে। চিকিৎসা দিচ্ছেন ৮ সদস্যের মেডিকেল বোর্ড কাজ করছে।






















