ইংলিশ প্রিমিয়ার লিগে হোচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে থেকে নিউক্যাসলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেডডেভিলরা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতে ম্যান ইউকে চাপে রাখে নিউক্যাসল। সাত মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। রাফায়েল ভারানের দুর্বল ডিফেন্সের সুযোগে দলকে লিড এনে দেন সাঁ-মাক্সিমা। ৩৮ মিনিটে ক্যালাম উইলসনের গোল অফসাইডে বাতিল হলে ব্যবধান দ্বিগুণ করা হয়নি স্বাগতিকদের। এরপর ম্যানচেস্টারের ত্রাণকর্তা বদলি হিসেবে নামে এডিসন কাভানি। ৭১ মিনিটে তার করা গোলে সমতায় ফেরে ম্যানইউ। এদিকে, পয়েন্ট হারিয়ে টেবিলের ৭ নাম্বারে অবস্থান ক্লাবটি। আর ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান নিউক্যাসলের।