ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০১:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জিতেছে ম্যানচেস্টার সিটি। শেফিল্ডের সাথে ওদের জয় ১-০ গোলে। স্প্যানিশ লা লিগায়ও প্রত্যাশামত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হুয়েস্কাকে হারিয়েছে ৪-১ এ।
বহুদিন পর ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠে রিয়ালের স্টার্টিং লাইনআপে ফিরেছেন এডিন হ্যাজার্ড। শুধু তাই না করেছেন দলের প্রথম গোলটাও। ওকে বলটা বানিয়েছিলেন ভালভার্দে। বিরতির আগেই স্কোরলাইন ২-০। এবার স্কোরার কারিম বেনজেমা। সেকেন্ড হাফের শুরুতেই ভালভার্দের নিশানায় নিশ্চিত হয়ে যায় রিয়ালের তিন পয়েন্ট। তিন গোল খেলে একটা শোধ দিয়েছে হুয়েস্কা। শেষের দিকে নিজেদের গোলের জোড়া পুরন করেছেন বেনজেমা।
এদিকে, ইপিএলে জিততে অবশ্য বেশ ঘাম ঝড়েছে ম্যানচেস্টার সিটির। শুরু থেকে দাপট দেখিয়ে প্রথম গোলটা ওরা আদায় করে আঠাশ মিনিটে। ডি ব্রুইনার সেটআপে স্কোরশিটে নাম তোলেন কাইল ওয়াকার।
বাকিটা সময়ও আধিপত্য দেখিয়েছে সিটি। তবে, মাঝমাঠের দখল নিজেদের কাছে থাকলেও গোলের দেখা পায়নি। তারপরও ১ গোলের জয়ে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে সিটিজেনরা।