আহত সাংবাদিকের পাশে র্যাব

- আপডেট সময় : ০৩:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১৮৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর পল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে নেতাকর্মীদের হামলায় আহত ঢাকাটাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকীনকে হাসপাতালে দেখতে গেলেন র্যাবের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সালেকীনকে দেখতে যান তারা।
এ সময় বাহিনীটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন, উপ-পরিচালক মেজর লুৎফুল হাদী, সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ও আল আমিন উপস্থিত ছিলেন।
পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সিরাজুম সালেকীনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন কমান্ডার মঈন। দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপস্থিত পরিবারের সদস্যদের শান্তনা দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক সালেকীনের ডান পায়ের দুটি হাড় ভেঙ্গে গেছে। গতকাল বুধবার পঙ্গু হাসপাতালে ভাঙ্গা পায়ের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন।