আসন্ন রমজান কেন্দ্র করে সবরকম খাদ্যপণ্যের দাম বাড়াচ্ছে বাজার সিন্ডিকেট

- আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
রমজানের প্রায় দেড় মাস বাকি থাকলেও সংযমের মাসটি ঘিরে প্রয়োজনীয় সব পণ্যের দাম চড়তে শুরু করেছে। সরবরাহ ব্যাপক হলেও শীতের সব সবজির দাম এবার বেশি। চাল-ডাল, পেঁয়াজসহ আরও কিছু পণ্যের দর আগে থেকেই লাগামহীন।আমদানিনির্ভর পণ্যের দামও বাড়ছে হুহু করে।
নিত্যপণ্যের দর অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ায় ক্রেতারা পড়েছেন মহাবিপদে। সরকারি বিপণন সংস্থা- টিসিবি’র প্রতিদিনের বাজারদরের তালিকায় দেখা যায় এক সপ্তাহের ব্যবধানে ২০টি পণ্যের মধ্যে ১৭টির দামই বেড়েছে। এগুলোর মধ্যে রয়েছে চাল, আটা, ময়দা, সয়াবিন তেল, পাম তেল, পেঁয়াজ, মুরগি, গরুর মাংস, চিনি, ডিম, জিরা ইত্যাদি। কারওয়ান বাজরে একাধিক ক্রেতা বলেন ‘চার দিন আগে পেঁয়াজের কেজি ছিলো ৩০ টাকা। আজ ৫০ টাকা। রমজানে পেঁয়াজের চাহিদা বাড়ে বলে দেড় মাস আগেই দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারে পণ্যের দর বাড়তি- এমন অজুহাতে কয়েক মাস ধরেই জিনিসপত্রের দাম বাড়াচ্ছে বাজার সিন্ডিকেট।