আসন্ন ক্রিস্টমাস নিয়ে আগে থেকেই মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ
- আপডেট সময় : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ১৫৭১ বার পড়া হয়েছে
আসন্ন ক্রিস্টমাস নিয়ে আগে থেকেই মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের কথা স্মরণ করতেই দেশটির ক্যালিফোর্নিয়ার একটি শপিং মলে বসানো হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিস্টমাস ট্রি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এযাবৎকালের সবচেয়ে বড় ক্রিস্টমাস ট্রিতে বসানো হয়েছে ১৮ হাজারেরও বেশি এলইডি লাইট। বলা হচ্ছে, এর উচ্চতাও ছাড়িয়ে গেছে অতীতের সাজানো সব গাছকে। সিটাডল আউটলেটের ১১৫ ফুট দীর্ঘ এই গাছ দেখে আগতরা স্মরণ করছেন আসছে ডিসেম্বরে উৎযাপিত হতে যাচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিনের কথা।
শুধু এলইডি বাতিই নয়, গাছটিকে সাজাতে যোগ হয়েছে ১০ হাজারের বেশি আকর্ষণীয় সব সরঞ্জাম। বড়দিনকে সামনে রেখে শপিং মলগুলোর এমন আয়োজন স্বাভাবিক ঘটনা। তবে আয়োজকরা বলছেন, বিশাল এই গাছ এযাবৎকালের সবচেয়ে বড়। ডিসেম্বরের ৩১ তারিখ অর্থাৎ নববর্ষের আগের রাত পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মার্কেটটিতে প্রদর্শিত হবে এই ক্রিস্টমাস ট্রি।