আশুলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামী গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর সন্তান নিয়ে পালিয়ে যাওয়া স্বামীকে ঘটনার ২ দিন পর গ্রেপ্তার করেছে রেব। রেব ৪ ও ১৩ এর যৌথ অভিযানে তাকে রংপুরের পীরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
দুপুরে সাভারের নবীনগরে রেব ক্যাম্পে সংবাদ সম্মেলন করে বিষয়টি তুলে ধরেন রেবের ৪’এর কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে শুক্রবার ভোরে রংপুরের পীরগাছায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়। ২০ জুন সকালে আশুলিয়ার কাঠগড়ার পশ্চিমপাড়ার ৫ তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে শিমুর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম ফারুক হোসেন। ঘটনার দিনই ফারুককে আসামী করে আশুলিয়া থানায় মামলা করেন নিহতের বড় বোন লাবনী।