আশুলিয়ার ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় ধর্ষণ, চাঁদাবাজি ও ভুমিদস্যুতার অভিযোগে আশুলিয়ার ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাতবরের বিরুদ্ধে চাঁদাবাজী ও ধর্ষণসহ একাধিক মামলা হয়। মামলা হলেও এ নিয়ে প্রশাসন রহস্যজনক কারনে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এর প্রতিবাদস্বরুপ মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল করেছ এলাকাবাসী। বিক্ষোভ মিছিল শেষে এলাকাবাসী হুশিয়ারী উচ্চারন করে বলেন, অবিলস্বে চেয়ারম্যান শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়া হলে কঠোর কর্মসূচী দেয়া হবে।