আশুলিয়ায় ১৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা
- আপডেট সময় : ০৬:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলা থাকার কথা থাকলেও ১৫টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে সেনা টহল। এদিকে গাজীপুর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
রোববার সকালে সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দেন শ্রমিকরা। শুরু হয় উৎপাদন কাজ। কিন্তু কিছুক্ষণ পরেই ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। পরে কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে মালিকপক্ষ।
এর আগে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলা রাখার সিদ্ধান্ত হয়।
এদিকে.. পোশাক কারখানায় অস্থিরতা সৃষ্টির অভিযোগে পাঁচজনকে আটক করছে পুলিশ। তবে তারা শ্রমিক কিনা জানা যায়নি। এর আগেও ১৪ জনকে আটক করা হয়। আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের মুখে বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অব্যাহত রয়েছে সেনা টহল।
কড়া নিরাপত্তায় গাজীপুরের পোশাক কারখানায় চলছে উৎপাদন কাজ। মালিক-শ্রমিকদের অভিযোগ, আন্দোলন করছে বহিরাগতরা। তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শ্রমিকরা।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গাজীপুরে শ্রমিক অসন্তোষ অনেকটাই নিরসন হয়েছে। সবাই যার যার কাজে ফিরেছে।
স্বাভাবিক গতিতে চলছে উৎপাদন। অরাজকতা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।