আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ
- আপডেট সময় : ০৪:৪৪:২২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
পানি সরবরাহের পাইপলাইনে ময়লা আটকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের আংশিক উৎপাদন বন্ধ। ফলে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।
জানা গেছে, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ছয়টি ইউনিট উৎপাদনে রয়েছে। এর মধ্যে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই দুটি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের স্টিম টারবাইন চালু রাখতে মেঘনা নদী থেকে পাম্পের মাধ্যমে পাইপলাইনে দিয়ে পানি আনতে হয়। শুক্রবার রাতে ঝড়ের সময় ওই পাইপে ময়লা ঢুকে পড়ে। এতে পাওয়ার প্লান্টের নর্থ ও সাউথ স্টিম টারবাইন অংশ বন্ধ হয়ে যায়। ফলে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুল মজিদ জানান, দুই ইউনিট থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যায়। কিন্তু পাইপে ময়লা ঢুকে বিদ্যুৎ উৎপাদন আংশিক বন্ধ হয়ে যায়। বর্তমানে ওই দুটি ইউনিট থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সক্ষমতা অনুযায়ী উৎপাদন স্বাভাবিক করতে পাইপের মেরামত কাজ চলছে। আশা করা হচ্ছে আজকের মধ্যেই বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে।