আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে।
ঢাকায় চোখের ডাক্তার দেখাতে দুই ছেলেকে নিয়ে ভোরে একটি অটোরিকশা যোগে জেলা সদরের রাজঘর থেকে আশুগঞ্জের তালশহরের দিকে যাচ্ছিল সাদেক মিয়া। তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল রিক্সাটিকে ধাক্কা দিলে এ সময় ঘটনাস্থলে দুই ছেলে এবং হাসপাতালে বাবা নিহত হন।
ওষুধ কোম্পানির দুই কর্মী আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলযোগে টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার পথে শনিবার রাত ১১টার দিকে কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন।




















