আ’লীগ সরকার গণশত্রুতে পরিণত হয়েছে : ফখরুল
- আপডেট সময় : ০৭:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকার স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণশত্রুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনোমতেই এই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না। দুপুরে রাজধানীতে এক স্মরণ সভায় একথা বলেন তিনি। ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বে কতোজন মুক্তিযোদ্ধা আছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।
সাবেক মন্ত্রী সুনীল গুপ্ত’র ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে, বিএনপি মহাসচিব বলেন, কোনোভাবেই স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা দেয়া যাবে না।
ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের মধ্যে কতোজন মুক্তিযোদ্ধা আছেন তা নিয়ে প্রশ্ন তুলেন মির্জা ফখরুল।
এদিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক সব মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইয়ুথ ফোরামের মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তত্বাবধায়ক সরকার ঠেকানোর জন্য প্রধানমন্ত্রীর বিশ্ব সফরে কোনো লাভ হবে না।