আ’লীগ সরকারে থাকলে উন্নত দেশ হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সরকারে থাকলে উন্নত দেশ হবে বাংলাদেশ, আর স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশ ধ্বংস করবে। দলের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে।
একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। গৌরব আর ঐতিহ্যের মধ্য দিয়ে ৭৪ পেরিয়ে ৭৫ বছরে পা রেখেছে বাংলাদেশের ইতিহাসের প্রাচীনতম সংগঠন আওয়ামী লীগ।
৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী আনুষ্ঠানিকতার সূচনা করেন আওয়ামী লীগ সভাপতি।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সবসময় গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়।
২০০৮ সাল থেকে জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে বলে ধারাবাহিকভাবে দেশের উন্নতি হচ্ছে। আগামীতে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। পরে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।