বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের দলীয় কোনো শক্তি ও জনসমর্থন নেই বলেই পুলিশের কাঁধে বন্দুক রেখে ক্ষমতায় টিকে আছে। শিগগিরই সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই ওয়ার্ডের কর্মী সম্মেলনে এ আহবান জানান বিএনপি মহাসচিব।
ঢাকা মহানগরে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন করছে বিএনপি। ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্মেলনে আসতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করে বিএনপি’র নেতাকর্মীরা। এর নিন্দা ও প্রতিবাদ জানায় দলের সিনিয়র নেতারা।
বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। জোর করে ক্ষমতায় থাকতে, বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা-হামলা ও গুম করছে বলে অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়া নানা অসুখে ভুগছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যেতে দিচ্ছেনা বলে সমালোচনা করেন তিনি।
সরকারের দমন-পীড়ন নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।